Site icon Jamuna Television

ঘরের মাঠে সহজ জয়ে গ্রুপ শীর্ষে লিভারপুল

ছবি: সংগৃহীত

উয়েফা ইউরোপা লিগে ইউনিয়ন এসজির বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে লিভারপুল। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ই’র শীর্ষে আছে ক্লপ বাহিনী।

ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই ইউনিয়ন এসজির ওপর চাপ প্রয়োগ করতে থাকে লিভারপুল। ম্যাচের ৫ মিনিটেই সহজ সুযোগ মিস করেন সালাহ। গ্রেভেনবার্কের দূর পাল্লার শট প্রতিহত করলেও ডারউইন খুঁজে নেন জালের ঠিকানা। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় গোলটি। তবে ম্যাচের ২৫ মিনিটে সহজ সুযোগ মিস করেন ইউনিয়নের নিলসন। তবে ম্যাচের ৪৪ মিনিটে গোলরক্ষকের ভুলে লিভারপুলকে ১-০ গোলের লিড এনে দেন গ্রেভেনবার্ক।

দ্বিতীয়ার্ধেও চলতে থাকে লিভারপুলের দাপট। কিন্তু বারবারই জালের দেখা পেতে বঞ্চিত হচ্ছিল অল রেডস। শেষ পর্যন্ত যোগ করা সময়ে দিয়োগো জোতা স্কোরশিটে নাম তুললে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লপের শিষ্যরা।

/এএম

Exit mobile version