Site icon Jamuna Television

১৭ বছর পর গ্রেফতার শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি

গ্রেফতারকৃত আসামি আব্দুল কুদ্দুস

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বাগাতিপাড়ায় এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কুদ্দুস উপজেলার খাটখৈইর গ্রামের সাহেব আলীর ছেলে।

গ্রেফতারকৃত আসামিকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে প্রেস ব্রিফিংয়ে র‍্যাব জানায়, ২০০৬ সালের ২০ই জুন দুপুরে উপজেলার খাটখৈর গ্রামের আট বছরের এক শিশুকে বাদাম খাওয়ানোর কথা বলে আখক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে কুদ্দুস। ধর্ষণের ঘটনা যাতে প্রকাশ না পায় তাই সে শিশুটিকে হত্যা করে আখক্ষেতে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক আসামি আব্দুল কুদ্দুসকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। সেসময় আব্দুল কুদ্দুস পলাতক ছিল।

এটিএম/

Exit mobile version