Site icon Jamuna Television

সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু শিক্ষার্থীদের জন্য আবাসিকের ব্যবস্থা করার দাবি

দেশের সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু শিক্ষার্থীদের জন্য আবাসিকের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন হিন্দু ছাত্র মহাজোটের নেতারা। বলেছেন, আবাসিকের ব্যবস্থা না থাকায় হিন্দু শিক্ষার্থীরা ধর্মীয় আচার পালন করতে পারছে না।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে সম্মেলনে এ দাবি জানায় হিন্দু ছাত্র মহাজোট।

সংগঠনটির নেতারা বলেন, নিজেদের অধিকার আদায় করে নিতে হবে। সনাতন শিক্ষার্থীদের জন্য দেশের প্রতিটি বিভাগে বৈদিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন ছাত্রজোট। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সনাতন শিক্ষার্থীদের ধর্মীয় আচার পালনের জন্য মন্দির স্থাপনের দাবিও করেছে হিন্দু শিক্ষার্থীরা।

এছাড়া, প্রথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে সনাতন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়ার দাবি জানিয়েছে হিন্দু ছাত্র মহাজোট।

/এমএন

Exit mobile version