Site icon Jamuna Television

ঝিনাইদহে বিরল প্রজাতির ১৭টি সান্ডা উদ্ধার, আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের অভিযানে বিরল প্রজাতির ১৭টি বন্যপ্রাণী সান্ডাসহ রাজ্জাক ওরফে রাজু (৩২) নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসান এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে জেলার মহেশপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তলাশি কার্যক্রম পরিচালনা করা হয়। সেসময় একটি বাসে তল্লাশি করা হয়। পরে বাসের ভেতর পেছনে বাম পাশের সিটে একজন ব্যক্তির কাছে থাকা ট্রাভেল ব্যাগের মধ্যে বন্যপ্রাণী সান্ডা দেখতে পেয়ে রাজ্জাক ওরফে রাজু নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গাড়াখোলা (ছোট হিজলী) গ্রামের মো. আকবর কবিরাজের ছেলে।

জেলা পুলিশ প্রধান আরও জানান, আটককালে তার কাছ থেকে ১৭টি বিভিন্ন সাইজের ধূসর বর্ণের বন্যপ্রাণী সান্ডা পাওয়া যায়। যার মোট ওজন প্রায় ৪ কেজি। যার প্রত্যেকটির বাজার মূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা এবং সর্বমোট মূল্য ১২ লক্ষ ৭৫ হাজার টাকা।

তিনি জানান, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে ভারতীয় সীমান্ত এলাকা থেকে সান্ডা সংগ্রহ করে মাগুরা ফরিদপুর এলাকায় বিক্রি করে।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সান্ডা সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এটিএম/

Exit mobile version