Site icon Jamuna Television

শান্তিতে নোবেল পেলেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি

ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদি। ছবি: সিএনএন।

চলতি বছরে শান্তিতে নোবেল পেলেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদি। শুক্রবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর তিনটার দিকে নোবেল কমিটি তার নাম ঘোষণা করে। ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতা অর্জনের প্রচেষ্টার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।

নার্গিস মোহাম্মদি ডিফেন্ডারস অব হিউম্যান রাইটস সেন্টারের উপপ্রধান। এই সংস্থার প্রতিষ্ঠাতা ইরানের আরেক নোবেল বিজয়ী শিরিন এবাদি।

নোবেল পুরস্কারের ওয়েবসাইটে বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা এবং স্বাধীনতার অধিকারের জন্য অকুতোভয় সংগ্রামের ফলে নার্গিস মোহাম্মদিকে অনেক মূল্য চোকাতে হয়েছে। ইরান সরকার তাকে ১৩বার গ্রেফতার করেছে। যিনি এখনও কারাবন্দি। তাকে ৩১ বছরের কারাদণ্ড ও ১৫৪টি বেত্রাঘাতের সাজা দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে নার্গিস মোহাম্মদি বেশ কয়েক দফায় কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। ‘প্রোপাগান্ডা ছড়ানোর’ অভিযোগে বর্তমানে তাকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দি রাখা হয়েছে।

/আরএইচ/এমএন

Exit mobile version