Site icon Jamuna Television

রিজওয়ান-শাকিলের জোড়া ফিফটিতে লড়ছে পাকিস্তান

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান। তবে মোহাম্মদ রিজওয়ান-সৌদ শাকিলের জোড়া ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে ৯২’ এর বিশ্ব চ্যাম্পিয়নরা। ইতোমধ্যে অবিচ্ছিন্ন শতরানের জুটি গড়েছেন তারা।

শুক্রবার (৬ অক্টোবর) হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ব্যাটিং নেমে শুরতেই ওপেনার ফাখার জামানকে হারায় পাকিস্তান। ১২ রান করা পাক ওপেনার ফখরকে ফেরান লোগান ভ্যান বেক।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি অধিনায়ক বাবর আজমও। তৃতীয় বোলার হিসেবে আক্রমণে এসেই পাকিস্তান অধিনায়ক বাবরকে ফেরান কলিন অ্যাকারম্যান। ডাচ স্পিনারের বলে আউট হওয়ার আগে মাত্র ৫ রান করেন বাবর। ৪ রানের ব্যবধানে তৃতীয় ব্যাটার হিসেবে সাজঘরে ফিরে যান আরেক ওপেনার ইমাম। ১৫ রান করে ডাচ পেসার পল ভ্যান মিকেরেনের বলে থার্ডম্যানে ক্যাচ দেন এই বাঁহাতি ওপেনার।

এরপর রিজওয়ান ও শাকিল শুরুর চাপ সামাল দেন। পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ান খানিকটা দেখেশুনে খেললেও ডাচ বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালান শাকিল। মাত্র ৩২ বলে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। অন্যপ্রান্তে থাকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম ফিফটি। এই দুই ব্যাটারের নৈপুণ্যে শুরুর বিপর্যয় কাটিয়ে উঠে পাকিস্তান।

/আরআইএম

Exit mobile version