Site icon Jamuna Television

জ্যাক সুলিভানের সাথে নির্বাচন নিয়ে কথা হয়েছে: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র সফরে দেশটির ওয়াশিংটনে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে এ কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশন নিয়ে শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা জানান প্রধানমন্ত্রী। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের নানা দিক তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে শেখ হাসিনা বলেন, নিউইয়র্ক হতে ২৩ সেপ্টেম্বর আমি ওয়াশিংটনে যাই। সেখানে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করি। ২৭ সেপ্টেম্বর ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস পরিদর্শনকালে জ্যাক সুলিভান আমার সঙ্গে সাক্ষাৎ করেন। সভায় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদার করার বিষয়ে আমরা ঐকমত্য পোষণ করি।

দুই জনের মধ্যে আলাপের বিষয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় অর্থ ও প্রযুক্তি সহায়তার বিষয়ে আলোচনা হয়। আমি সবুজ জলবায়ু তহবিলে অর্থায়ন এবং ‘লস অ্যান্ড ড্যামেজ’ ফান্ডকে কার্যকর করার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখতে আহ্বান জানাই।

সরকারপ্রধান জানান, জ্যাক সুলিভান নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, আর্থ-সামাজিক উন্নয়ন এবং সন্ত্রাস দমনের মতো ক্ষেত্রগুলোতে সরকারের অর্জনের প্রশংসা করেন। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য তিনি বাংলাদেশকে ধন্যবাদ জানান।

শেখ হাসিনা বলেন, জ্যাক সুলিভানের সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কথা হয়। আমি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমার সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছি।

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে অধিবেশন শেষে ৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্যে পৌঁছান তিনি। সেখান থেকে ১৬ দিনের সফর শেষে বুধবার (৪ অক্টোবর) দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

/এমএন

Exit mobile version