Site icon Jamuna Television

জম্মু-কাশ্মিরে বন্দুকযুদ্ধে ৩ বিচ্ছিন্নতাবাদী নিহত

ভারতের জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ৩ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। শনিবার ভোরে রাজ্যের কুলগাম সেক্টরে শুরু হওয়া গোলাগুলি এখনও চলছে।

ধারণা করা হচ্ছে, এলাকাটিতে আরও পাঁচজন বিচ্ছিন্নতাবাদী আত্মগোপন করে আছে। তাদের সন্ধানে পুরো এলাকাটি ঘিরে রেখেছে সেনাবাহিনী। চলছে তল্লাশিও।

এ কারণে বারামুল্লাহ ও কাজিগান্দ সেক্টরের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গত দু’দিনে জম্মু-কাশ্মিরের রাইসি এলাকায় বিচ্ছিন্নতাবাদী সন্দেহে আরও তিনজনকে ক্রসফায়ার করে নিরাপত্তা বাহিনী।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version