Site icon Jamuna Television

রাজশাহীতে বিয়ের দিনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে গোদাগাড়ী উপজেলায় বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) উপজেলার খারিজাগাতি মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিয়ে বাড়ির আলোকসজ্জার বিদ্যুতের তারের লিকেজ থেকে তিনি স্পৃষ্ট হন বলে জানা গেছে।

নিহত মো. শাকিল (২৪) গোদাগাড়ী উপজেলার খারিজাগাতি মোল্লাপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে। তিনি পেশায় চাল ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে একই উপজেলার বিদিরপুর গ্রামের বুলবুল হোসেনের মেয়ে আসমা খাতুনের সঙ্গে শাকিলের বিয়ে হয়। বিকেলে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে বরপক্ষের বাড়ি কনে নিয়ে আসা হয়। বিয়ে উপলক্ষে শাকিলদের বাড়িতে আলোকসজ্জা করা হয়। সন্ধ্যার পর শাকিল নিজেই আলোকসজ্জার বাতি জ্বালান। রাত ৮টার দিকে তিনি বারান্দার গ্রিলে হাত দিলে বিদ্যুতস্পৃষ্ট হন।আলোকসজ্জার বৈদ্যুতিক তারের লিকেজ থেকে বাড়ির গ্রিল বিদ্যুতায়িত হয় বলে জানান স্থানীয়রা। আহত শাকিলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ তার বাড়ি গিয়েছিলো। তার পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে। শুক্রবার নিজ এলাকায় তাকে দাফন করা হয়েছে।

/এনকে

Exit mobile version