Site icon Jamuna Television

নড়িয়ায় আরও ২টি গ্রামে ভাঙন

শরীয়তপুরে অব্যাহত রয়েছে পদ্মার ভাঙন। এরইমধ্যে নড়িয়া উপজেলার আরও দুটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। সকাল থেকে অন্যত্র সরে গেছে দুই গ্রামের অন্তত ৩৫ পরিবার।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ২৪ ঘন্টায় পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে ৮ সেন্টিমিটার। কয়েকদিনে পানি বাড়ার ফলে তলিয়ে গেছে পদ্মার ছোটবড় বেশ কয়েকটি চর।

স্থানীয়দের শঙ্কা, পানি কমতে শুরু করলে আবারও তীব্র হতে পারে ভাঙন। গতকাল বিকাল থেকে দাসপাড়া উত্তর কেদারপুর ও কারিগরপাড়া গ্রামে ভাঙন শুরু হয়েছে। অনেকে আতঙ্কে গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version