Site icon Jamuna Television

খালি কন্টেইনারে করে সিঙ্গাপুর যাওয়ার চেষ্টা; তরুণ আটক

চট্টগ্রাম বন্দর থেকে খালি কন্টেইনারের ভেতরে লুকিয়ে অবৈধভাবে সিঙ্গাপুর যাওয়ার সময় এক তরুণকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) তার বিরুদ্ধে মামলা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আটক ব্যক্তির নাম লিটন মোল্লা (২৩)। তিনি পেশায় একজন ড্রাইভার।

জানা যায়, লিটন চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে মাঝ সমুদ্রে ক্রুদের হাতে ধরা পড়ে লিটন। পরে তাকে সিঙ্গাপুর থেকে দেশে ফেরত এনে পুলিশে সোপর্দ করা হয়। চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের পরিদর্শক নাছির উদ্দিন আহমেদ বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, জাহাজ যখন মাঝ সাগরে তখন লিটন ক্ষুধা ও তৃষ্ণায় খাবার খুঁজতে কন্টেইনার থেকে বের হয়ে আসে। এসময় জাহাজের ক্রুরা তাকে দেখতে পেয়ে আটক করে। পরে তাকে দেশে ফেরত এনে পুলিশে দেয়া হয়েছে।

জাহাজে লিটনের কাছ থেকে বন্দরের প্রবেশ কার্ড, একটি ড্রাইভিং লাইসেন্স, নগদ ৩ হাজার, একটি মোবাইল ফোন জব্দ করা হয় বলে জানান ওসি।

/এনকে

Exit mobile version