Site icon Jamuna Television

কন্যা সন্তানের বাবা হলেন নেইমার

কন্যা সন্তানের বাবা হয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। শনিবার (৭ অক্টোবর) তার সন্তানের মা প্রেমিকা বিয়ানকার্ডি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সদ্য ভূমিষ্ঠ সন্তানের সাথে ছবি পোস্ট করেন। যেখানে বাচ্চাকে চুম্বনরত অবস্থায় দেখা যায় নেইমার ও বিয়ানকার্ডিকে। এর আগে, বিভিন্ন সময়ে প্রেম, ব্রেকআপ ও প্রতারণার অভিযোগের কারণে সংবাদের শিরোনাম হয়েছেন এই জুটি।

শনিবার সকাল ৭টার দিকে বিয়ানকার্ডি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে লিখেন, আমাদের জীবন ধন্য করে একটি কন্যা সন্তান এসেছে। স্বাগতম, তোমাকে ! তুমি ইতোমধ্যে আমাদের কাছে খুব প্রিয়। আমাদের কোল আলোকিত করার জন্য ধন্যবাদ।

পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

এর আগে, চলতি বছরে জুন মাসে নেইমার ও বিয়ানকার্ডি সামাজিক যোগাযোগ মাধ্যমে একসঙ্গে জানিয়েছিলেন তাদের ঘরে কন্যা সন্তান আসতে যাচ্ছে।

/এমএইচ

Exit mobile version