Site icon Jamuna Television

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১৬, আহত ২৯

ছবি: সংগৃহীত

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ২৯ জন। স্থানীয় সময় শুক্রবার (৬ অক্টোবর) এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই ভেনুজুয়েলা ও হাইতির অভিভাসন প্রত্যাশী। খবর এপি’র।

মেক্সিকোর ন্যাশনাল ইমিগ্রেশন ইনস্টিটিউট এক বিবৃতিতে প্রাথমিকভাবে ১৮ জনের নিহতের খবর জানায়। কিন্তু পরে তারা নিহতের সংখ্যা কমিয়ে দেয়। পরবর্তীতে সংশোধন করে নিহতের সংখ্যা ১৬ জন বলে জানায় তারা।

দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওক্সাকার এক প্রসিকিউটর জানায়, কিছু মরদেহ টুকরো টুকরো হওয়ার কারণে অতিরিক্ত গণনা হয়েছে এবং প্রকৃত নিহতের সংখ্যা ১৬ জন।

ইমিগ্রেশন ইনস্টিটিউট আরও জানায়, গাড়িটিতে মোট ৫৫ জন অভিবাসী ছিল। যাদের বেশিরভাগই ভেনেজুয়েলার।

এর আগে, গত সপ্তাহে গুয়াতেমালার সীমান্তবর্তী প্রতিবেশী রাজ্য চিয়াপাসের একটি হাইওয়েতে একটি মালবাহী ট্রাক বিধ্বস্ত হওয়ার পরে ১০জন কিউবান অভিবাসী মারা যায় এবং ১৭ জন গুরুতর আহত হয়।

/এমএইচ

Exit mobile version