Site icon Jamuna Television

ভারত থেকে কূটনীতিক সরানো শুরু করেছে কানাডা

শিখ নেতা হত্যাকাণ্ডের জেরে ভারত থেকে কূটনীতিক সরানো শুরু করেছে কানাডা। বিবৃতিতে অটোয়ার পক্ষ থেকে জানানো হয়, ভারতে কর্মরত বেশির ভাগ কূটনীতিককে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে সরিয়ে নেয়া হয়েছে। খবর দ্যা হিন্দুর।

শিখ নেতা হরদিপ সিং নিজ্জার হত্যাকাণ্ড ইস্যুতে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছে কানাডা এবং ভারতের মধ্যে।

গেল জুনে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা নিজ্জার হত্যায় ভারতীয় এজেন্টদের ভূমিকা ছিল বলে অভিযোগ তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানায় দিল্লি। এ অবস্থায় ১০ অক্টোবরের মধ্যে ৪১ জন কানাডীয় কূটনীতিককে ভারত থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয় মোদী সরকার। তারই প্রতিক্রিয়ায় কূটনীতিকদের সরিয়ে নিতে শুরু করেছে অটোয়া।

এটিএম/

Exit mobile version