Site icon Jamuna Television

সিকিমে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৩

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রলয়ংকারী বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। শনিবার (৭ অক্টোবর) পর্যন্ত নিখোঁজের সংখ্যা দেড়শ’র কাছাকাছি। খবর ডয়েচেভেলের।

উদ্ধারকৃত মরদেহগুলোর ২৭টিই মিলেছে পশ্চিমবঙ্গের তিস্তা নদী থেকে। নিখোঁজ এবং দুর্গত এলাকায় আটকে পড়াদের উদ্ধারে জারি রয়েছে অভিযান। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এখনও উদ্ধার হয়নি আটকে পড়া তিন হাজার পর্যটক। এছাড়া অতিরিক্ত মেঘের কারণে লাচেন এবং লাচুংয়ে অভিযান পরিচালনা করতে হিমশিম খাচ্ছে বিমান বাহিনী। কর্তৃপক্ষ বলছে, ভয়াবহ এ দুর্যোগে ধ্বংস হয়েছে প্রায় ১২’শ ঘরবাড়ি। গৃহহীন হয়ে পড়েছে প্রায় সাত হাজার মানুষ। দুর্গতদের সহায়তায় ত্রাণ সরবরাহ শুরু করেছে রাজ্য সরকার। চালু করেছে অন্তত ২২টি রিলিফ ক্যাম্প।

নিহতদের পরিবারগুলোকে ৪ লাখ রুপি দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। আগামী পাঁচদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর।

এটিএম/

Exit mobile version