Site icon Jamuna Television

ইব্রাহিমকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দিলেন সাকিব

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ব্যাটে দারুণ সূচনা পায় আফগানরা। মাত্র ৮ ওভারেই ৪৭ রান তুলে এই দুই ব্যাটার। তবে ৯ম ওভারের দ্বিতীয় বলে ইব্রাহিমকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশ দলকে প্রথম সাফল্য এনে দেন সাকিব আল হাসান।

শনিবার (৭ অক্টোবর) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাংলাদেশের বোলারদের উপর চড়াও হন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ইনিংসের নবম ওভারে ইব্রাহীমকে ফিরিয়ে বাংলাদেশকে উইকেট এনে দেন অধিনায়ক সাকিব আল হাসান। 

সাকিবের করা অফ স্টাম্পের বাইরের ফ্লাইটেড ডেলিভারিতে সুইপ করতে গিয়েছিলেন জাদরান। তবে ব্যাটে-বলে না হলে বল চলে যায় স্কয়ার লেগে তানজিদ হাসান তামিমের হাতে। ফলে এবারের বিশ্বকাপে প্রথম উইকেটের স্বাদ পায় টাইগাররা। ক্রিজে আছেন গুরবাজ-রহমত শাহ।

শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫০ রান।

/আরআইএম

Exit mobile version