Site icon Jamuna Television

‘দুর্নীতি নয়, মানুষের ভাগ্য পরিবর্তন করতেই ক্ষমতায় এসেছি’

দুর্নীতি করতে নয়, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেই ক্ষমতায় এসেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে গণভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- আইডিইবি’র ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু রাজধানীর ওপর চাপ নয়, গ্রামেও শহরের সুযোগ-সুবিধা পৌঁছে দিতে কাজ করছে সরকার। গ্রামে বসেই যাতে সকল চাহিদা পূরণ করা সম্ভব হয় সেই ব্যবস্থা করা হচ্ছে।

প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের কথাও জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে; সেই সাথে বাড়ছে প্রবৃদ্ধিও।

পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Exit mobile version