Site icon Jamuna Television

কাশিমপুর কারাগারের হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:


গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকালে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া হাজতির নাম রতন মিয়া (৪৫)। তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী ব্যাংকের মাঠ এলাকার সিরাজুল মৃধার ছেলে। টঙ্গী থানার একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন তিনি।

কারাগার সূত্রে জানা যায়, শনিবার সকাল পৌনে আটটার দিকে রতন মিয়া কারাগারে অসুস্থ হয়ে পড়েন। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে বেলা দশটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কারাগার-২ এর ভারপ্রাপ্ত জেল সুপার আমিরুল ইসলাম বলেন, সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃতু্বরণ করেন। কারাবিধি শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

/এনকে

Exit mobile version