Site icon Jamuna Television

ঢাবির চ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে চ ইউনিটের চারুকলা অনুষদের পরীক্ষা শেষ হয়েছে। এবার ১৩৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছে সাড়ে ১৬ হাজার শিক্ষার্থী।

শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে ১১টা পর্যন্ত চলে এ পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের কয়েকটি কেন্দ্রে পরীক্ষা হয়। দুই অংশ বিভক্ত ভর্তি পরীক্ষার আজ প্রথম অংশের পরীক্ষা নেয়া হয়েছে।

সকালে পরীক্ষা চলাকালীন চারুকলার কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান। তিনি বলেন, সুষ্ঠ, সুন্দর ও স্বাভাবিক পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একইসাথে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কঠোর নজরদারিতে জালিয়াতির কোন সুযোগ নেই বলেও জানান তিনি।

Exit mobile version