Site icon Jamuna Television

চীনে পুরাতন বাটি বিক্রি হলো ৩৮ মিলিয়ন ডলারে

চীনে ৯০০ বছরের পুরাতন একটি বাটি বিক্রি হলো ৩৮ মিলিয়ন ডলারে। এই বিক্রি নতুন রেকর্ড তৈরী করেছে। বাটিটি চীনের চুং রাজবংশের সময়কালের (৯৬০-১১২৭)। এর আগে এরকম একটি বাটি ২০১২ সালে ২৭ মিলিয়ন ডলারে বিক্রি হয়। আর ১৯৪০ সাল থেকে এরকম মোট ৬টি বাটি বিক্রি হয়েছে।

আর শিল্পের দিক থেকে এই সবুজ-নীল রঙের ‘ব্রাশ ওয়াশার’ বাটিটি খুবই গুরুত্বপূর্ণ ও দুর্লভ। এই চীনা মাটির বাটিটি প্রাচীন চীনে তুলি ও ক্যালিগ্রাফি পরিষ্কার কাজে ব্যবহৃত হতো।

Exit mobile version