Site icon Jamuna Television

‘৫৭ ধারা বাতিল হলেও ইতোমধ্যে দায়ের হওয়া মামলাগুলো চলবে’

ডিজিটাল নিরাপত্তা আইন পাস হলে বাতিল হয়ে যাবে ৫৭ ধারা। তবে ইতোমধ্যে ৫৭ ধারায় দায়ের হওয়া মামলাগুলোর কার্যক্রম চলবে।

আজ শনিবার দুপুরে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে এসব তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।

মন্ত্রী এসময় বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন মতপ্রকাশের স্বাধীনতা বা সংবাদমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ নয়। এটি শুধু অপরাধ দমনে প্রয়োগ করা হবে।

আইনটির ৩২ নং ধারা নিয়ে যে বিতর্ক চলছে তার ব্যাখ্যা দেন মন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রীয় গোপন তথ্য প্রকাশ করলে বা আইন লঙ্ঘন করলে শাস্তির আওতায় আনা হবে। তবে সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি প্রকাশে কোন বাধা হয়ে ওঠবে না আইনটি বলে মতপ্রকাশ করেন মন্ত্রী।

Exit mobile version