Site icon Jamuna Television

লিও’র ট্রেইলার প্রদর্শনীতে বিজয় ভক্তদের সিনেমা হল ভাঙচুর!

ছবি: সংগৃহীত।

দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের পরবর্তী সিনেমা ‘লিও’র ট্রেইলার মুক্তি পেয়েছে। ট্রেইলারের প্রদর্শনীতে গিয়ে সিনেমা হল ভেঙে তছনছ করেছে ‘বিজয় ভক্তরা’। শুক্রবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা।

পিঙ্কভিলা জানিয়েছে, ‘লিও’ সিনেমার ট্রেইলারের বিশেষ প্রদর্শনীর আয়োজন করে চেন্নাইয়ের রোহিনি থিয়েটার। বড় পর্দায় ট্রেইলার প্রদর্শনীর পর প্রেক্ষাগৃহটি সম্পূর্ণ এলোমেলো অবস্থায় পাওয়া যায়। ভক্তরা ভেঙে ফেলে হলের বেশিরভাগ সিট। অনেকের অভিযোগ, আয়োজকদের অব্যবস্থাপনার কারণে এমন ঘটনা ঘটেছে।

ট্রেইলার দেখার পর রোহিনি থিয়েটারের অবস্থা। ছবি: সংগৃহীত।

এ ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা গেছে, প্রেক্ষাগৃহের অধিকাংশ আসন ভেঙে তছনছ করে দেয়া হয়েছে। অনেকে ভাঙা সিটের ওপরে দাঁড়িয়ে ভিডিও করছে।

এ প্রসঙ্গে ভারতের বক্স অফিস বিশ্লেষক মনোবালা ভিজায়াবালান বলেন, ট্রেইলার প্রদর্শনীর পর রোহিনি হল ভেঙে দিয়েছে বিজয়ভক্তরা।

প্রসঙ্গত, পরিচালক লোকেশ কনগরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’র তৃতীয় কিস্তি ‘লিও’। অনেকেই ধারণা করেছেন, ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’র অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যেতে পারে। ২৭৫ কোটি রুপির মেগা বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন গৌতম মেনন, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দসহ আরও অনেকে। আগামী ১৯ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

/এআই

Exit mobile version