Site icon Jamuna Television

সিকিম ভ্রমণে গিয়ে বন্যায় নিখোঁজ বাংলাদেশি দম্পতি

সিকিমে ঘুরতে গিয়ে বন্যায় নিখোঁজ হয়েছেন এক বাংলাদেশি দম্পতি। গত পাঁচদিন তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা। নিখোঁজ দম্পতি হলেন নুসরাত জাহান এবং তার স্বামী আবিদ সাহজাহান। আবিদ সাহজাহান রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলের ফ্রন্ট অফিসার হিসেবে কর্মরত। তারা রাজধানীর শেখের টেক এলাকায় থাকেন।

নুসরাত জাহানের ভাই পাভেল আহসান যমুনা টেলিভিশনকে জানান, গত ১ অক্টোবর সিকিম ভ্রমণের উদ্দেশে দেশ ছাড়েন নুসরাত ও আবিদ। সর্বশেষ ৩ অক্টোবর দুপুর আড়াইটায় তাদের সাথে যোগাযোগ হয় পরিবারের। তারা সিকিমের গ্যাংটকের একটি হোটেলে অবস্থান করছিলেন। পরদিন অর্থাৎ ৪ অক্টোবর সিকিমের লাচেন উপত্যকায় যাওয়ার কথা ছিল তাদের। তবে এরপর থেকেই এই দম্পতির সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে পরিবারের।

বোন ও ভগ্নিপতির সন্ধান পেতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আর্কষণ ও সহযোগিতা প্রত্যাশা করেছে নিখোঁজ দম্পতির দুশ্চিন্তাগ্রস্ত স্বজনরা।

এদিকে, ৪ অক্টোবর থেকেই ভয়াবহ বন্যার কবলে পড়ে সিকিম। এতে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ হয়েছেন ১০২ জন।

এসজেড/

Exit mobile version