Site icon Jamuna Television

নিখোঁজ ৫ সন্তানের হদিস চান বাবা-মায়েরা

নিখোঁজ ৫ সন্তানের সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাদের মা-বাব ও পরিবারের সদস্যরা। গত চারদিন ধরে তারা নিখোঁজ রয়েছে বলে দাবি করা হয়েছে।

শনিবার দুপুরে ঢাকা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোশিয়নেশ মিলনাতয়নে এই সংবাদ সম্মেলন করেন নিখোঁজদের তিন পরিবার।

নিখোঁজ শাফিউল আলম ও মনিরুল আলমের মা রমিছা খানম সাংবাদিকদের জানান, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে হজ করে দেশে ফিরলে তার সন্তানরা তাদেরকে এগিয়ে আনতে বিমানবন্দরে যান। এ সময় ডিবি পরিচয় দিয়ে একদল লোক তার দুই ছেলে এবং তাদের বন্ধু আবুল হায়াতকেও জোর করে মাইক্রোবাসে তুলে নেয়।

পরে সেই রাতেই যাত্রাবাড়ির মেস থেকে ছেলের দুজন রুমমেটকেও তুলে নিয়ে যাওয়া হয়। ৫ জনের মধ্যে একজন শিক্ষানবীশ আইনজীবী, দুইজন চাররিজীবী এবং দুজন শিক্ষার্থী রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ সময় সুস্থভাবে সন্তানদের ফেরত চান নিখোঁজদের বাবা-মা ও পরিবারের সদস্যরা।

Exit mobile version