Site icon Jamuna Television

প্রচলিত পদ্ধতিতে চিকিৎসকদের ওষুধ কোম্পানির টাকা নেয়া কি উচিত? প্রশ্ন শিক্ষামন্ত্রীর

যেভাবে ওষুধ কোম্পানির কাছ থেকে চিকিৎসকরা অর্থ নেন সেটা ঠিক হয় কিনা তা চিকিৎসকদের অনুধাবন করার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (৮ অক্টোবর) দুপুরে বিএসএমএমইউতে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশে রেফারেল সিস্টেম চালু করা উচিত। নির্দিষ্ট সংখ্যার বাইরে দৈনিক বেশি রোগীর চিকিৎসা দিলে গুণগত সেবা নিশ্চিত হয় না।

তিনি বলেন, চিকিৎসকরা গণহারে রোগী না দেখে রোগীর সাথে সময় দিয়ে ভালো আচরণ করে চিকিৎসা দেয়া উচিত। দিপু মনি বলেন, রোগী দেখে জীবন পার না করে, পাশাপাশি গবেষণার কাজেও চিকিৎসকদের সময় দিতে হবে।

অনুষ্ঠানে ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, বড় বড় বেসরকারি হাসপাতাল নয় জনমানুষের চিকিৎসায় আস্থার ঠিকানা বিএসএমএমইউ। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দীন আহমেদ বলেন, পদ্মাসেতু চালু হওয়ার পর আউটডোরে তাদের এখানে দৈনিক ২ হাজার রোগী বেড়েছে।

এটিএম/

Exit mobile version