Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে ভারত

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। রোববার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় চেন্নাইয়ের এমএ চিদম্বরাম স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। টসে জিতে অজি অধিনায়ক প্যাট কামিন্স ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।

এ ম্যাচে ভারত মিস করছে ফর্মের তুঙ্গে থাকা ওপেনার শুভমান গিলকে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত গিলকে রাখা হয়নি একাদশে।

ভারতের একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।

অস্ট্রেলিয়ার একাদশ:

ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

/এনকে

Exit mobile version