ছবি: ফেসবুক পেইজ।
হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী নুসরাত ভারুচা। তবে হামাসের সাথে ইসরায়েলি সেনাবাহিনীর চলমান যুদ্ধে সেখানে আটকা পড়েছেন তিনি। আটকে পড়া অভিনেত্রীকে ভারতীয় দূতাবাসের সহায়তায় ভারতে ফিরিয়ে নেয়া হয়েছে দেশে। রোববার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
এর আগে, হামাসের সাথে ইসরায়েলি সেনাবাহিনীর চলমান যুদ্ধে সেখানে আটকা পড়েন নুসরাত। রোববার সকাল পর্যন্ত তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছিলো না।

এআই/এটিএম
Leave a reply