Site icon Jamuna Television

রাজশাহীতে ৩৬ কেজি গাঁজাসহ তিনজন আটক

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রোববার (৮ অক্টোবর) ভোরে জেলার বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, আমজাদ হোসেন, ইসমাইল হোসেন ও আনিছুর রহমান। তাদের সকলেরই বাড়ি কুড়িগ্রাম জেলায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা অভিযানে নামেন। এসময় কাভার্ড ভ্যানটিতে বিভিন্ন প্লাস্টিকের মালামালের সাথে প্যাকেটে মোড়ানো অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অধিদফতরের কর্মকর্তারা।

/আরএইচ/এনকে

Exit mobile version