Site icon Jamuna Television

হামাসের হামলার জের, পশ্চিম তীরেও ইসরায়েলি আগ্রাসনে নিহত ৬ ফিলিস্তিনি

ইসরায়েলে গাজার সশস্ত্র সংগঠন হামাসের নজিরবিহীন হামলার পর পাল্টা আক্রমণ চালিয়েছে তেলআবিবও। তবে এ হামলার জেরে পশ্চিম তীরে ব্যাপক আগ্রাসন চালিয়েছে ইহুদি সেনারা। ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে চালানো গুলিতে প্রাণ হারিয়েছে শিশুসহ ৬ ফিলিস্তিনি, আহত শতাধিক। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

মূলত, ইসরায়েলে হামাসের হামলার খবরে রাজধানী রামাল্লাহ্সহ জেরিকো, কালকিলিয়া ও হেবরনে উল্লাস করতে নামেন হাজারও ফিলিস্তিনি। পাশাপাশি গাজা উপত্যকায় চালানো সামরিক আগ্রাসনেরও তীব্র নিন্দা জানান তারা। এর প্রতিবাদে আবর্জনার বাক্স এবং গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ ফিলিস্তিনিরা।

এসময় ইসরায়েলি তল্লাশি চৌকিতে হামলা চালালে এলোপাতাড়ি গুলি ছোড়ে ইহুদি সেনাবহর। ফিলিস্তিনিদের লক্ষ্য করে ছোড়া হয় টিয়ারগ্যাসও। পরে স্বেচ্ছাসেবীরা দ্রুত ঘটনাস্থল থেকে হতাহতদের সরিয়ে নেন।

এসজেড/

Exit mobile version