Site icon Jamuna Television

কুয়াকাটা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটুয়াখালী করেসপনডেন্ট:

কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই ব্যক্তির কোনো পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

রোববার (৮ অক্টোবর) দুপুরে জাতীয় উদ্যান সংলগ্ন স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সেটি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এ নিয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, সকালে জোয়ারের সময় সমুদ্র থেকে লাশটি তীরে ভেসে আসে। পরে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে কুয়াকাটা নৌ-পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ এসে লাশটিকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, লাশটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন আসলে প্রকৃত তথ্য পাওয়া যাবে।

/আরএইচ/এসজেড/

Exit mobile version