Site icon Jamuna Television

দুই রানে তিন উইকেট হারিয়ে দিশেহারা ভারত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৩ বল বাকি থাকতে ১৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে জশ হ্যাজলউড ও মিচেল স্টার্কের বোলিং তোপে ২ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। একে একে সাজঘরে ফেরেন ইশান কিষান, রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ার।

রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এমএ চিদম্বরাম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার দেয়া ২০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই অজি পেসারদের তপের মুখে পরে ভারত। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে ভারতীয় ওপেনার ইশান কিশানকে সাজঘরে ফেরান মিচেল স্টার্ক। এই অজি পেসারের ফুল লেন্থের ডেলিভারিটি ইশানের ব্যাটের কানায় লেগে স্লিপে দাঁড়িয়ে থাকা ক্যামেরুন গ্রিনের হাতে ধরা পড়েন। শূন্য রানে পযাভিলিয়নে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।

পরের ওভারেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অজি পেসার হ্যাজলউড। রিভিউ নিলেও আম্পায়ার’স কলে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। ৪ নম্বরে নামা শ্রেয়াস আইয়ারও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। হ্যাজলউডের করা অফ স্ট্যাম্পের বাইরের গুড লেন্থের বল উড়িয়ে মারতে গিয়ে কাভারে দাঁড়িয়ে থাকা ডেভিড ওয়ার্নারের হাতে ধরা পড়েন।

/আরআইএম

Exit mobile version