Site icon Jamuna Television

দুই বছর পর শুটিংয়ে ফিরলেন পরীমণি

ছবি: সংগৃহীত।

অবশেষে দুই বছর পর শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী পরীমণি। রোববার (৮ অক্টোবর) প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রযোজিত ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।

শুটিংয়ে ফেরার প্রসঙ্গে পরীমণি বলেন, এই দিনটির অপেক্ষায় ছিলাম আমি। দুটি বছর এই প্রিয় জায়গাটি থেকে দূরে থাকতে হয়েছিল। ফেরার জন্য মুখিয়ে ছিলাম এবং অবশেষে ফেরা হল। ভীষণ ভালো লাগছে। ‘ডোডোর গল্প’ হতে যাচ্ছে অন্যরকম একটি গল্পের সিনেমা। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের পছন্দ হবে।

‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি এবং ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজনা প্রতিষ্ঠানের।

/এআই

Exit mobile version