Site icon Jamuna Television

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ। শনিবার বিকেলে টস জয়ের পর ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট ব্যাটিং-বান্ধব। পিচ রিপোর্ট বলছে, উইকেটে কোনো ঘাস নেই। তবে, রাতের শিশির খেলায় বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। গত বছর এই স্টেডিয়ামে অনুষ্ঠিত পাঁচটি ওয়ানডের মধ্যে চার ম্যাচেই পরে ব্যাটিংয়ে নামা দল জিতেছে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version