Site icon Jamuna Television

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে হুহু করে বাড়ছে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ঘনঘটায় হুহু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। সোমবার (৯ অক্টোবর) এশিয়ার বাজারে ব্যারেলপ্রতি গড়ে ৪ ডলার মূল্য বেড়েছে। খবর রয়টার্সের।

এ দিন বাজারে লেনদেন শুরুর পরই ৪ ডলার ১৮ সেন্ট থেকে পাঁচ ডলার পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পায়। প্রত্যেক ব্যারেলের বিক্রয়মূল্য বর্তমানে ৮৮ ডলার ৭৬ সেন্ট।

অন্যদিকে, রোববার পর্যন্ত টেক্সাসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিলো ৮৭ ডলারের বেশি। যা গেল সপ্তাহের তুলনায় পাঁচ শতাংশ বেশি, এমনটাই জানান বাজার বিশ্লেষকরা।

এর আগে চলতি বছর মার্চে সর্বনিম্ন ১১ শতাংশ দরপতন ঘটে জ্বালানি তেলের। কিন্তু হামাস-ইসরায়েল সংঘাতের কারণে রাজনৈতিক টানাপোড়েনের পাশাপাশি জ্বালানির বাজারেও পড়লো বড় প্রভাব।

গেল শনিবার ইতিহাসের সবচেয়ে মারাত্মক ও প্রাণঘাতী হামলার শিকার হয় ইসরায়েল। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন দেশটির ৭০০ ইহুদি নাগরিক। এছাড়া ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রাণহানি ৪০০ ছাড়িয়েছে।

এটিএম/

Exit mobile version