Site icon Jamuna Television

আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানি ছাড়ালো আড়াই হাজার

আফগানিস্তানে জোরালো ভূমিকম্পে আড়াই হাজারের কাছাকাছি পৌঁছালো প্রাণহানি। ধূলিসাৎ হয়ে গেছে ১৩শ’র বেশি ঘরবাড়ি ও স্থাপনা। খবর রয়টার্সের।

রোববার (৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন তালেবান শাসিত সরকারের মুখপাত্র সুহাইল শাহিন। তিনি জানান, দুর্যোগে আহত ৯ হাজারের বেশি মানুষ। দুর্গম পার্বত্য এলাকা হওয়ায়, কাঁদামাটি দিয়ে বানানো ঘরবাড়ি। ভূমিকম্প এবং ৬টি আফটারশকে যেগুলোর সব গুড়িয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন অনেকে। তাদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান।

তালেবান সরকার বলছে, ভুক্তভোগীদের হাতে পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা পৌঁছানো যাচ্ছে না। আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস’র তথ্য অনুসারে, হেরাত প্রদেশ থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে ৬ দশমিক ৩ ছিলো মাত্রা।

এটিএম/

Exit mobile version