Site icon Jamuna Television

সিটির বিপক্ষে জয় খরা কাটলো আর্সেনালের

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় পেয়েছে আর্সেনাল। রোববার (৮ অক্টোবর) রাতে এমিরেটস স্টেডিয়ামে ১-০ গোলের জয় পায় আর্সেনাল। সবশেষ ১২ ম্যাচ ধরে সিটিকে হারাতে পারছিলো না গানাররা। অবশেষে সেই জয় খরা কাটলো মিকেল আর্তেতার দলের।

ম্যাচের প্রথম থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে দু’দল। বল দখলের লড়াইও ছিল সমানে সমান। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। খেলা শেষ হওয়ার মিনিট চারেক আগে গ্যাব্রিয়েল মার্টিনেলি সিটির জালে বল জড়ান। এই গোলে জয়ও নিশ্চিত হয় আর্সেনালের।

সিটির বিপক্ষে এ জয়ে ৮ ম্যাচ শেষে ৬ জয় ২ ড্র নিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে উঠে এসেছে আর্সেনাল। চলতি মৌসুমে ৮ ম্যাচে ৬ জয় ও ২ পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার ৩ নম্বরে অবস্থান করছে পেপ গার্দিওলার ম্যানসিটি।

/এনকে

Exit mobile version