Site icon Jamuna Television

ইসরায়েলে সব ফুটবল ম্যাচ স্থগিত করেছে উয়েফা

ছবি: রয়টার্স।

ইসরায়েল-হামাসের চলমান সংঘাতকে কেন্দ্র করে পরবর্তী দুই সপ্তাহের সমস্ত ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে উয়েফা কর্তৃপক্ষ। তাদের আসন্ন ম্যাচগুলোর ভেন্যু সংক্রান্ত নতুন তারিখ পরে নিশ্চিত করা হবে হবে জানিয়েছে সংগঠনটির গভর্নিং বডির সদস্যরা। সোমবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।

উয়েফা কর্তৃপক্ষ বলছে, আসন্ন কসোভো ও ইসরায়েলের মধ্যে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব ১৫ অক্টোবরে খেলা যাবে কিনা বা স্থগিত করতে হবে কিনা, তা নিশ্চিত করতে কয়েকদিন অপেক্ষা করতে হবে দর্শকদের।

প্রসঙ্গত, শনিবার ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্রগোষ্ঠী হামাস। জল, স্থল ও আকাশপথ ব্যবহার করে নজিরবিহীন এই হামলা চালানো হয়। এরই মধ্যে হামাসের হামলায় প্রাণ হারিয়েছে ৭০০ ইসরায়েলি। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। এছাড়াও এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় ২০০০ মানুষ।মূলত, ইসরায়েল-হামাসের যুদ্ধের জেরে উয়েফা এমন সিধান্ত নিয়েছে।

এআই/এটিএম/

Exit mobile version