Site icon Jamuna Television

হামাস-ইসরায়েল সংঘাতে তৃতীয় শক্তি ঢোকার ঝুঁকি বেড়েছে: রাশিয়া

যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধজাহাজ এবং বিমানবাহী রণতরী ইসরায়েলের কাছাকাছি নিয়ে যাওয়ার ঘোষণায় চলমান সংঘাতে তৃতীয় পক্ষের প্রবেশের একটি ’উচ্চ ঝুঁকি’ তৈরি হয়েছে, এমনটিই মনে করছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে উদ্ধৃত করে সোমবার (৯ অক্টোবার) স্থানীয় নিউজ এজেন্সি তাসের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর আল জাজিরার।

দিমিত্রি পেসকভ বলেন, এই সংঘর্ষে তৃতীয় শক্তি জড়িত হওয়ার ঝুঁকি বেশি। আলোচনা প্রক্রিয়ার দিকে আগানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব উপায় খুঁজে বের করা গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, গত শনিবার (৭ অক্টোবর) সকালে গাজা থেকে ইসরায়েলে ৫ হাজার রকেট ছুড়ে হামাস। এর জেরে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টাপাল্টি আক্রমণে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ৫০০। অন্যদিকে, ইসরায়েলে মৃত্যু ৭০০ ছাড়িয়েছে। এই পাল্টা হামলার ঘটনার প্রেক্ষিতে গাজা উপত্যকাকে সম্পূর্ণ অবরুদ্ধ করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ট। গাজায় বিদ্যুৎ, খাবার, জ্বালানিসহ সবকিছুই বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

/এনকে/এমএন

Exit mobile version