Site icon Jamuna Television

ইসরায়েলে আটকা: দেশে ফিরে কী বললেন নুসরাত ভারুচা? (ভিডিও)

যুদ্ধ পরিস্থিতির কারণে ইসরায়েলে গিয়ে আটকে পড়েছিলেন ভারতীয় অভিনেত্রী নুসরাত ভারুচা। হামাসের হামলা ও তেলআবিবের পাল্টা আক্রমণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ায় আর ফিরতে পারেননি তিনি। তবে ভারতীয় দূতাবাসের সহায়তায় রোববার (৮ অক্টোবর) ভারতে ফিরতে সক্ষম হন নুসরাত। তবে বিমানবন্দরে নেমেই কেঁদে ফেলেন অভিনেত্রী। খবর হিন্দুস্তান টাইমসের।

মূলত হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতেই তেলআবিবে যান নুসরাত ভারুচা। এই চলচ্চিত্র উৎসবে নিজের ছবি ‘অকেলি’ এর জন্য দেশটিতে গিয়েছিলেন তিনি। তবে হঠাৎ দেশটিতে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলায় পরিস্থিতি পাল্টে যায়। এতে সেখানে আটকে পড়েন নুসরাত। তার সাথে কোনো রকম যোগাযোগও করা সম্ভব হচ্ছিলো না।

জানা গেছে, যুদ্ধের কারণে ইসরায়েলে একটি বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন অভিনেত্রী। তবে দেশে ফিরেই তাৎক্ষণিকভাবে সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুলতে রাজি হননি তিনি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

রোববার বিমানবন্দরে পৌঁছেই সাংবাদিকদের ক্যামেরা ঘিরে ধরে নুসরাত ভারুচাকে। এ সময় তাকে প্রশ্ন করলে অভিনেত্রী বলেন, আমি ফিরে এসেছি, আমাকে বাড়িতে যেতে দিন। কয়েক দিন আমাকে একা থাকতে দিন।

প্রসঙ্গত, শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে হঠাৎ হামলা চালায় হামাস। এতে এখন পর্যন্ত ৮০০ ইসরায়েলির মৃত্যুর খবর পাওয়া গেছে, গাজায় প্রাণ হারিয়েছেন চার শতাধিক।

এসজেড/

Exit mobile version