Site icon Jamuna Television

আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মানের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ছবি: সংগৃহীত।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজা অবরোধে তিনি ‘ব্যথিত’ উল্লেখ করে, যুদ্ধরত সকল পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গাজায় পূর্ণ অবরোধ আরোপ করার জন্য ইসরায়েলের চাপে তিনি ‘দুঃখিত’। খবর আল জাজিরার।

তিনি আরও বলেন, এই ঘোষণায় আমি গভীরভাবে ব্যথিত হয়েছি। ইসরায়েল গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধ শুরু করবে। সেখানে বিদ্যুৎ, খাদ্য বা জ্বালানি কিছুই প্রবেশ করতে পারবে না। এই শত্রুতার আগে গাজার মানবিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ছিল। এখন এটির দ্রুত অবনতি ঘটবে।

তিনি মন্তব্য করেন, রক্তপাত, ঘৃণা এবং মেরুকরণের দুষ্ট চক্রের অবসানের সময় এসেছে ।

/এএস/এনকে

Exit mobile version