Site icon Jamuna Television

বেয়ারস্টোকে ফেরালেন সাকিব

অবশেষে বাংলাদেশ দলকে ব্রেকথ্রু এনে দিলেন সাকিব। ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টোকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন তিনি। ফেরার আগে বেয়ারস্টো ৫৯ বলে ৫২ রান করেছেন। তার ইনিংসে ছিল ৮টি চারের মার।

মঙ্গলবার (১০ অক্টোবর) ভারতের ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় ইংল্যান্ড। জনি বেয়ারস্টো এবং আরেক ওপেনার দাউয়িদ মালান দু’জনেই তুলে নেন অর্ধশতক। শুরুতে সাবধানী শুরু করার পর আগ্রাসী ব্যাটিং করেন তারা। গড়েন ১০৭ বলে ১১৫ রানের জুটি। তাদের ব্যাটিংয়ে মাত্র ১৫ দশমিক ৩ বলে ১০০ রান পূর্ণ করে ইংল্যান্ড।

বেয়ারস্টো ফিরলেও মালান ৫০ বলে ৬৫ রানে অপরাজিত রয়েছেন। তিনি দশটি চার ও দুইটি ছক্কা হাঁকিয়েছেন।

/এনকে

Exit mobile version