Site icon Jamuna Television

টিকিট কেটে-বাঁশি বাজিয়ে ট্রেনে উঠলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আংশিক উদ্বোধনের পর প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে ট্রেনে উঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা ও নাতি-নাতনিরা। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে নতুন এই রেলপথের উদ্বোধন করেন সরকারপ্রধান।

উদ্বোধনের পর কাউন্টার থেকে টিকিট কাটেন শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী নিজেই হুইসেল (বাঁশি) বাজান এবং সংকেত দেন ট্রেন ছাড়ার। আর মাওয়া প্রান্ত থেকে ভাঙ্গার উদ্দেশে ট্রেনও ছুটে চলে।

এর আগে, সকালে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আংশিক উদ্বোধন করতে মাওয়া পৌঁছান প্রধানমন্ত্রী। আর সুধী সমাবেশে বক্তব্য দেন। ট্রেনে করে পদ্মা সেতু পার হয়ে ফরিদপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। পদ্মা রেল সেতু উদ্বোধন উপলক্ষ্যে ভাঙ্গায় কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এই জনসভা হবে।

এরপর বিকেল ৪টায় ভাঙ্গা থেকে গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী। সাড়ে ৫টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে থাকবেন বঙ্গবন্ধু কন্যা।

/এসজেড/এমএন

Exit mobile version