Site icon Jamuna Television

মালান ঝড়ে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন ইংল্যান্ডের ওপেনার দাউয়িদ মালান। মাত্র ৯১ বলে ১২ চার ও দুই ছয়ে তিনি তুলে নিয়েছেন সেঞ্চুরি। তার এমন পারফরম্যান্সে ৩২ ওভার ১ বলে দলীয় ২০০ রান পূর্ণ করেছে ইংল্যান্ড। ছুটছে বড় সংগ্রহের দিকে।

মঙ্গলবার (১০ অক্টোবর) ভারতের ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় ইংল্যান্ড। জনি বেয়ারস্টো এবং মালান গড়েন ১০৭ বলে ১১৫ রানের জুটি। বেয়ারস্টোকে বোল্ড করে ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আউট হওয়ার আগে বেয়ারস্টো খেলেন ৫৯ বলে ৫২ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ৮টি চারের মার।

বেয়ারস্টো ফেরার পর জো রুটের সঙ্গেও শতরানের জুটি গড়েছেন মালান। অর্ধশতক তুলে নিয়েছেন জো রুটও। এই জুটি অবিচ্ছিন্ন রয়েছে ৯৬ বলে ১১৭ রানে। মালান ১০০ বলে ১২৭ রান এবং জো রুট ৪৫ বলে ৫১ রান করে ক্রিজে আছেন। মালান ১৫ টি চার ও চারটি ছয় হাঁকিয়েছেন। জো রুট মেরেছেন ৪টি চার ও একটি ছয়। ৩৪ ওভারে ইংল্যান্ড তুলেছে ২৩২ রান। উইকেট হারিয়েছে মাত্র একটি।

/এনকে

Exit mobile version