Site icon Jamuna Television

নির্বাচনে সরকারের ভূমিকা ও সমন্বয়ে ইসির কাছে জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল

নির্বাচনে সরকারের ভূমিকা এবং ইসির সাথে সমন্বয়ের বিষয়ে জানতে চেয়েছে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। তারা অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশার কথা বলেছেন; এ কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন ও যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ কথা জানান সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আগামী জাতীয় নির্বাচন আয়োজনে ইসির প্রস্তুতি ও আইন-বিধি সম্পর্কে জানতে চেয়েছেন মার্কিন পর্যবেক্ষক দলের নয় সদস্য। কমিশনের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়েছে। এখন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন।

প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দল গতকাল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে। আগামী জাতীয় নির্বাচনের পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গত ৭ অক্টোবর ঢাকায় আসেন মার্কিন প্রতিনিধি দলটি।

/এমএন

Exit mobile version