Site icon Jamuna Television

খালেদা জিয়াকে দেখতে গেলেন জামায়াত নেতারা

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারা। ছবি: সংগৃহীত

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ তিন নেতা এভারকেয়ার হাসপাতালে যান।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেয়া শেষে পৌনে ১টায় হাসপাতাল থেকে বের হয়ে যান। হাসপাতাল থেকে বের হয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। এই মুহূর্তে তাকে বিদেশে নেয়া ছাড়া পরিপূর্ণ চিকিৎসা দেয়া সম্ভব নয়। তাই অবিলম্বে কোনো শর্ত ছাড়া তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেয়ার দাবি জানান তিনি।

খালেদা জিয়াকে দেখতে যাওয়া জামায়াত নেতারা হলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির আব্দুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার।

গত বেশ কয়েক দিন ধরেই রাজধানীর এই হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। এর মধ্যে তাকে বেশ কয়েকবার কেবিন থেকে সিসিইউতে নিতে হয়। গত ৯ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত ১২ জুন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সাজা হয়। সেদিন থেকে প্রায় দুই বছর কারাবন্দী ছিলেন তিনি। এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আরও সাত বছরের সাজা হয় খালেদা জিয়ার। ২০২০ সালের ২৫ মার্চ করোনা মহামারির শুরুতে তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দিয়েছিল সরকার। এরপর থেকে তার মুক্তির মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে।

/এএম

Exit mobile version