Site icon Jamuna Television

অস্ত্র দিলেও ইসরায়েলে সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র: জন কিবরি

হামাসের বিরুদ্ধে ‘যুদ্ধে’ ইসরায়েলে সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র। তবে অঞ্চলটিতে মার্কিন স্বার্থ সুরক্ষায় কাজ করবে ওয়াশিংটন। খবর রয়টার্সেরে।

সোমবার (৯ অক্টোবর) একথা নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

এ দিন এক সংবাদ সম্মেলনে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি জানান, যত দ্রুত সম্ভব, প্রয়োজন অনুযায়ী সামরিক সহায়তা দেয়া হবে তেলআবিবকে। তবে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই পেন্টাগনের।

এই সংবাদ সম্মেলনে ইসরায়েলে হামাসের হামলার পেছনে ইরানের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন করা হয় কিরবিকে। জবাবে তিনি বলেন, তেহরানের সাথে হামাসের একটি জটিল সম্পর্ক অবশ্যই রয়েছে। তবে সাম্প্রতিক হামলায় তাদের সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নেই।

এসজেড/

Exit mobile version