Site icon Jamuna Television

ফিলিস্তিনিদের পাশে আছে সৌদি আরব: সৌদি যুবরাজ

ফিলিস্তিনিদের অধিকার আদায়ে পাশে থাকবে সৌদি আরব। চলমান ইসরায়েলি তাণ্ডবের মধ্যেই এমন প্রতিশ্রুতি দিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। খবর রয়টার্সের।

সোমবার (৯ অক্টোবর) চলমান সংকট ইস্যুতে সৌদি যুবরাজকে ফোন করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। এসময় মোহাম্মদ বিন সালমান জানান, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায় এবং মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠায় পাশে থাকবে রিয়াদ। পাশাপাশি মধ্যপ্রাচ্য সংকট বন্ধে সৌদি আরব কাজ করবে বলেও জানান তিনি।

এসময় ফিলিস্তিনের অধিকারের প্রশ্নে সৌদি আরবের দৃঢ় অবস্থান ও প্রচেষ্টার প্রশংসা করেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

এসজেড/

Exit mobile version