Site icon Jamuna Television

মা ইলিশ রক্ষায় বৃহস্পতিবার থেকে শুরু ২২ দিনের নিষেধাজ্ঞা

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বৃহস্পতিবার (১২ অক্টোবর) মধ্যরাত থেকে নদীতে ২২ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। ফলে বৃহস্পতিবার মধ্যরাত থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত নদীতে জাল ফেলতে পারবেন না জেলেরা। এই নির্দেশনা অমান্য করলে জেল-জরিমানার বিধানও রয়েছে।

নিষেধাজ্ঞার চলাকালীন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় ট্রলার মেরামত, জাল বোনা এবং নিষেধাজ্ঞা পরবর্তী সময় মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি নেবেন লক্ষাধিক জেলে।

এদিকে, চলতি মৌসুমে মেঘনা নদী ইলিশ শূন্য থাকায় লোকসানে পড়েছে ট্রলার মালিক ও জেলেরা। নোয়াখালীর হাতিয়ায় ছোট-বড় প্রায় ৪১টি ঘাটে মাছ ধরার ট্রলারগুলো ফিরতে শুরু করেছে। চলতি মৌসুমে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশ দ্বীপের বেশির ভাগ জেলে। উপজেলার প্রধান মাছের বাজার চেয়ারম্যানঘাট ও টাংকির বাজারে এ মৌসুমের বেশির ভাগ সময় ফাঁকা ছিল।

/এমএইচ

Exit mobile version