Site icon Jamuna Television

টানা ৩ দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ছবি: সংগৃহীত

দেশের প্রথম মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের সঙ্গে মতিঝিল অংশের সমন্বয়ের জন্য আগামী ১৩, ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেলে যাত্রী পরিবহন বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে এ তথ্য জানান প্রকল্পের এমডি এম এন সিদ্দিক। তিনি জানান, সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য ১৪ ও ১৫ অক্টোবর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। আর যথারীতি শুক্রবারও (১৩ অক্টোবর) মেট্রোরেল বন্ধ থাকবে। তবে আগামী সোমবার (১৬ অক্টোবর) থেকে পূর্বের সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে আগারগাঁও অংশে নিয়মিত মেট্রোরেল চলাচল করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভাব্য আগামী ২৯ অক্টোবর মেট্রোরেল মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে বর্তমানে চলাচলরত উত্তরা আগারগাঁও অংশের সঙ্গে সমন্বয়ের জন্য এই তিন দিন মেট্রোরেলে যাত্রী পরিবহন বন্ধ রাখা হবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

/এএম

Exit mobile version