Site icon Jamuna Television

জমির মালিকানা বিরোধ পুরোপুরি নিষ্পত্তি করা যায়নি: পরিকল্পনামন্ত্রী

জমির মালিকানা নিয়ে শত শত বছর ধরে যে অন্যায় ঘটছে, তা এখনও বন্ধ করা যায়নি বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে রাজধানীতে ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও জমির অধিকার’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বর্তমান সরকার ভূমি আইন সংস্কার ও ডিজিটাল পদ্ধতি চালু করলেও জমির বিরোধ নিস্পত্তি পুরোপুরি সহজ করা যায়নি।

পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমান সরকার ভূমি আইনের পাশাপাশি অনেক ক্ষেত্রেই সংস্কার করেছে। যেসব উদ্যোগ আগে কেউ নেয়নি। সরকারের ত্রুটি-বিচ্যুতি থাকলেও এই মুহূর্তে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

ভূমিতে ন্যায্য মালিকানা প্রতিষ্ঠায় কোনো সরকার কার্যকর উদ্যোগ নেয়নি উল্লেখ করে সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভূমির মালিকানা নিয়ে আরও সংকট তৈরি হচ্ছে। প্রকৃত কৃষকদের কাছে জমির মালিকানা ফিরিয়ে দেয়ার উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

/এমএন

Exit mobile version